ক্রীড়া ডেস্ক >>
ওয়েস্ট ইন্ডিজের ৪৫০ রানের জবাবে ২ উইকেট হারিয়ে ৪০ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে বাংলাদেশ। ১৯ রানের জুটি গড়ে অপরাজিত থেকে দিন শেষ করেছেন মুমিনুল হক (৭*) ও শাহাদাত হোসেন (১০*)।
৪৫০ রানে থামলো ওয়েস্ট ইন্ডিজ :
৯ উইকেট হারিয়ে ৪৫০ রানে ইনিংস ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। ১০ বছরে ঘরের মাঠে এটা তাদের সর্বোচ্চ সংগ্রহ।
উইকেটের খোঁজে বাংলাদেশ :
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলতি টেস্টে গতকালের শেষটা ভালো হয় বাংলাদেশের। সেটা ধরে দ্রুতই তুলে নেয় জোড়া উইকেট। কিন্তু সেই শেষ, এরপর যেন উইকেটের আকাল পড়েছে অ্যান্টিগায়। ২৬১ রানে সপ্তম উইকেট হারানোর পর উইকেটে গেড়ে বসেছেন কেমার রোচ ও জাস্টিন গ্রেবস।