ঢাকা | বঙ্গাব্দ

ভারতের ২ ক্রিকেটার নিষিদ্ধ

  • আপলোড তারিখঃ 23-11-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 14221 জন
ভারতের ২ ক্রিকেটার নিষিদ্ধ ছবির ক্যাপশন: ছবি : সংগৃহীত
ad728

ক্রীড়া ডেস্ক >>


আইপিএলের নিলাম শুরু হচ্ছে রবিবার। তার আগে বিপদে পড়লেন ভারতের ২ ক্রিকেটার। সন্দেহজনক বোলিং অ্যাকশনের কারণে তাদের নিষিদ্ধ করল বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।


বোর্ডের সন্দেহের তালিকায় রয়েছেন আরো ৩ ক্রিকেটার। নিলামের আগে সব দলকে চিঠি পাঠিয়ে এই ৫ ক্রিকেটারের কথা জানিয়ে দিয়েছে বিসিসিআই।


নিষেধাজ্ঞায় পড়া ২ ক্রিকেটার হলেন মানীশ পান্ডে ও সৃজিত কৃষ্ণ। দুজনেরই বোলিং অ্যাকশনে সমস্যা রয়েছে। তাই এ সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। তবে শুধুমাত্র ব্যাটার হিসেবে খেলতে তাদের কোনো বাধা নেই।


আর সন্দেহজন বোলারের তালিকায় আছেন দীপক হুদা, সৌরভ দুবে এবং কেসি কারিয়াপ্পা। এই ৩জনের বোলিং অ্যাকশনকে সন্দেহজনক তালিকায় রেখেছে বিসিসিআই।


মানীশ, দীপকরা আইপিএলের নিয়মিত মুখ। যদিও এই ৫ ক্রিকেটারের কাউকেই দল রিটেইন করেনি। তবে নিলাম থেকে তাদের দল পাওয়ার যথেষ্ট সম্ভাবনা ছিল। কিন্তু বিসিসিআইয়ের এমন খবর জানার পর দলগুলো তাদের দলে ভেড়াতে নিশ্চয় ভাববে।


নিউজটি পোস্ট করেছেনঃ Bangladesh Shomachar

কমেন্ট বক্স
notebook

পরিচ্ছন্নতার পাশাপাশি মশা নিয়ন্ত্রণে জোর দিতে হবে: চসিক মেয়র