স্টাফ রিপোর্টার >>
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীদের মধ্যে হসপিটালে ভর্তি থাকা ২৪৫জন আহত যোদ্ধাকে ২কোটি ৪১লক্ষ ৩৮হাজার ৬৮৫টাকা আর্থিক সহযোগিতা পৌঁছে দেওয়া হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।
তার ফেসবুক পোস্ট সরাসরি দেওয়া হলো:-
গতকাল পর্যন্ত July Shaheed Smrity Foundation এর পক্ষ থেকে ঢাকা মেডিক্যাল, CMH, BSMMU, NITOR, চক্ষু ইন্সটিটিউট ,ট্রমা সেন্টার, CRP-Savar সহ বিভিন্ন হসপিটালে ভর্তি থাকা ২৪৫জন আহত যোদ্ধাকে ২কোটি ৪১লক্ষ ৩৮হাজার ৬৮৫টাকা আর্থিক সহযোগিতা পৌঁছে দেওয়া হয়েছে ৷
এখন স্বচ্ছ ভ্যারিফিকেশনের জন্য কিছুটা সময় বেশি লাগলেও খুব দ্রুত সময়ের মধ্যে ভ্যারিফিকেশন শেষ করে সকল আহত যোদ্ধাদের কাছে আমাদের আর্থিক সহযোগিতা পর্যায়ক্রমে পৌঁছে দেওয়া হবে ৷
প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকায় ভুয়া মুক্তিযোদ্ধারা প্রবেশ করে সেই তালিকাকে যেমন প্রশ্নবিদ্ধ করেছিলো, বিতর্কের মুখে ফেলেছিলো সেই অভিজ্ঞতা আমরা আমাদের ২৪ এর অভ্যুত্থানের যোদ্ধাদের সাথে হতে দিতে চাইনা ৷ তাই ভ্যারিফিকেশনে আমরা সর্বোচ্চ জোর দিচ্ছি ৷
পাশাপাশি আগামী ৪ দিনের মধ্যে প্রথম ধাপে ২০০ শহিদ পরিবারকে আমরা আমাদের ফাউন্ডেশন থেকে আর্থিক সহযোগিতা পৌঁছে দিব ইনশাআল্লাহ৷