ঢাকা | বঙ্গাব্দ

মাছের অভিযানে গিয়ে পদ্মায় সংঘর্ষে দুই পুলিশ সদস্য নিখোঁজ আহত ২ ইউপি সদস্য

  • আপলোড তারিখঃ 28-10-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 26043 জন
মাছের অভিযানে গিয়ে পদ্মায় সংঘর্ষে দুই পুলিশ সদস্য নিখোঁজ আহত ২ ইউপি সদস্য ছবির ক্যাপশন: ................
ad728

কুষ্টিয়া প্রতিনিধি : খন্দকার আহসান হাবীব 

কুষ্টিয়ার পদ্মায় মাছ শিকারের অভিযানে গিয়ে জেলেদের সাথে সংঘর্ষে সদরুল ও মুকুল নামের দুই পুলিশ সদস্য নিখোঁজ হয়েছে।উদ্ধার কাজ করছে কুষ্টিয়া ফায়ার সার্ভিসের ইউনিট।  এ ঘটনায় আহত হয়েছেন কুমারখালীর কয়া ইউনিয়নের ২ ইউপি সদস্য। এর মধ্যে ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য আনোয়ার হোসেন টিটন ও ৫ নং ওয়ার্ডের সলিম।  নিখোঁজ পুলিশ সদস্যরা কুষ্টিয়া কুমারখালী থানাতে এ,এস,আই পদে কর্মরত ছিলেন। সোমবার দিবাগত রাত ৪ টায় উপজেলার কয়া ইউনিয়নে বেরকালুয়া এলাকায় এ ঘটনাটা ঘটেছে । 

পুলিশ সূত্র জানায়,কুমারখালী উপজেলার চরসাধিপুর ইউনিয়ন পদ্মার উপারে থাকায় নৌকায় করে আসামী ধরতে রওনা দেয় নদীপথে এ সময় একটা নৌকা এসে ধাক্কা দিলে নৌকা ডুবে যেয়ে ২ জন পুলিশ সদস্য নিখোঁজ হয়। নৌকায় থেকে পড়ে যাওয়া ৪ জন পুলিশ সদস্য সাঁতরে বেরকালুয়া ঘাটে ওঠে আসেন। 

তবে এ ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া এলাকাবাসীর মাঝে। স্থানীয়রা বলছেন, নদীপথে নিষিদ্ধ ইলিশের অভিযানে গিয়ে জেলেদের সাথে সংঘর্ষের ঘটনাটি ঘটেছে।

দুই পুলিশ সদস্য নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়ার পুলিশ সুপার মিজানুর রহমান। দুপুর একটার দিকে তিনি বলেন, দুইজন এখনো নিখোঁজ। এ বিষয়ে বিস্তারিত পরে জানাতে পারব।


নিউজটি পোস্ট করেছেনঃ Bangladesh Shomachar

কমেন্ট বক্স