বাস ডেস্ক >>
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর তেল আবিবের কাছে অবস্থিত ব্যক্তিগত বাসভবনে শনিবার ড্রোন হামলার ঘটনা ঘটেছে। ড্রোন হামলার ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছে ইরান। শনিবার (১৯ অক্টোবর) জাতিসংঘের স্থায়ী মিশনে এ কথা জানিয়েছে ইরান। - খবর তাসনিম নিউজের
ইরানি জাতিসংঘ মিশনের একটি মুখপাত্র ওয়াল স্ট্রিট জার্নালকে জানিয়েছেন, এই হামলা হিজবুল্লাহ কর্তৃক লেবাননে পরিচালিত হয়েছে।
বাড়িতে হামলার কয়েক ঘণ্টা পর বিবৃতি দিয়েছে নেতানিয়াহু। সেখানে তিনি বলেন, আজ আমার এবং আমার স্ত্রীর ওপর হামলার চেষ্টা করা হয়েছে, যা ইরানের প্রতিনিধি হিজবুল্লাহ করেছে, একটি গুরুতর ভুল করেছে।