ঢাকা | বঙ্গাব্দ

বড়াইগ্রামে জমি নিয়ে বিরোধে ভাইয়ের হাতে ভাই খুন

  • আপলোড তারিখঃ 13-10-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 57177 জন
বড়াইগ্রামে জমি নিয়ে বিরোধে ভাইয়ের হাতে ভাই খুন ছবির ক্যাপশন: ......................................
ad728
মো. মাহবুব হোসেন, নাটোর >>

নাটোরের বড়াইগ্রাম উপজেলার গোপালপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড নটাবাড়ি গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে মামাতো-ফুফাতো ভাইয়ের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আজ শনিবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম তোরাব খান (৬০)। তাকে কুপিয়ে হত্যা করেন তার মামাতো ভাই সুলতান আহমেদ রানা (৪০)।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তোরাব খান ও সুলতান আহমেদের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। আজ সকালে বিরোধের জের ধরে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সুলতান আহমেদ ধারালো অস্ত্র দিয়ে তোরাব খানকে কুপিয়ে হত্যা করে।

ঘটনার খবর পেয়ে বড়াইগ্রাম থানার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হন এবং তদন্ত শুরু করেন। তিনি জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নজরদারি বাড়িয়েছে।

নিউজটি পোস্ট করেছেনঃ Bangladesh Shomachar

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

পরিচ্ছন্নতার পাশাপাশি মশা নিয়ন্ত্রণে জোর দিতে হবে: চসিক মেয়র