ঢাকা | বঙ্গাব্দ

গাজীপুরে ইউপি সদস্যর ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর মালামালসহ টাকা লুট এর অভিযোগ উঠেছে।

  • আপলোড তারিখঃ 22-08-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 220906 জন
গাজীপুরে ইউপি সদস্যর ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর   মালামালসহ টাকা লুট এর অভিযোগ উঠেছে। ছবির ক্যাপশন: ...............
ad728

গাজীপুর রিপোর্টার।


গাজীপুরে মৌচাক ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ড মেম্বার এবং প্যানেল চেয়ারম্যান মোঃ আবুল হাশেম   ভান্নারা ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর এবং নগদ অর্থ সহ  মালামাল লুটপাট এর অভিযোগ উঠেছে।
১৩/৮/২৪ তারিখে ভান্নারা বাজারে ব্যবসা প্রতিষ্ঠান এই ঘটনা ঘটে যা সিসি ক্যামেরার ফুটেছে রয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে ৭ নং ওয়ার্ড মেম্বার মোঃ আবুল হাশেম  বলেন।
আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে টাকা সহ মালামাল লুটপাট এবং ভাঙচুর করা  হয়েছে 
এ বিষয়ে আমার স্ত্রী শাকিলা মোনালিছা বাদী হয়ে   কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। 

যারা ঘটনাটি ঘটিয়েছেন এবং যারা জড়িত  তারা হলো 
মোঃ শামীম আহমেদ (৩৫) মোঃ হারুনুর রশিদ (৫০)মোঃ তমিজ উদ্দিন সিকদার (৬০)মোঃজাকির হোসেন (৩০)
মোঃআহসান হাবীব (৫০)মোঃনাসির হোসেন (৪৫)
মোঃ ওয়াসিম হোসেন  তারা সকলেই গাজীপুরের স্থানীয় এবং কালিয়াকৈর থানার বাসিন্দা তাদের সাথে আরো ১০-১৫ জন অজ্ঞাত লোক ছিলেন তারা আমার ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে  ভাঙচুর করে পাঁচ লক্ষ টাকার ক্ষতি  সাধন করেন।এবং ১৫ লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।আর নগদ অর্থ সাত লক্ষ টাকা নিয়ে যায় 
 এবং পরিবারের সকলের ক্ষতি এবং খুন জখম করার  হুমকি দেয়। আমি সুস্থ বিচার চাই যাতে করে ভবিষ্যতে এ ধরনের কোন ঘটনা না ঘটে।

এ বিষয়ে রিপোর্টার  অভিযুক্তদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে তাদের পাওয়া যায়নি।

নিউজটি পোস্ট করেছেনঃ Bangladesh Shomachar

কমেন্ট বক্স
notebook

জুলাই শহিদ পরিবারকে দেওয়া চাকরি কোটা হিসেবে যুক্ত হবে না -নাহিদ