ঢাকা | বঙ্গাব্দ

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে ড. ইউনূসের ফোনালাপ

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে বাংলাদেশে সফরের আমন্ত্রণ জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।
  • আপলোড তারিখঃ 14-08-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 106039 জন
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে ড. ইউনূসের ফোনালাপ ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত
ad728

অনলাইন ডেস্ক >>


বাংলাদেশে শান্তি ও নিরাপত্তা পুনর্গঠনে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার কথা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনালাপে এমন কথা বলেছেন বলে তার এক ফেসবুক পোস্টের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন আনোয়ার ইব্রাহিম।


তিনি লেখেন, 'গতকাল আমার অনেক দিনের পুরাতন বন্ধু প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা হয়েছে, তাকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে সাম্প্রতিক নিয়োগের জন্য ব্যক্তিগতভাবে অভিনন্দন জানিয়েছি।'


তিনি আরও লেখেন যে, মালয়েশিয়ার সাথে প্রফেসর ইউনূসের দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে। এইভাবে, আমি তাকে আশ্বস্ত করেছি যে, মালয়েশিয়া বাংলাদেশে শান্তি ও নিরাপত্তা পুনর্গঠন ও পুনঃস্থাপনে অন্তর্বর্তী সরকারকে সাহায্য ও সমর্থন করতে প্রস্তুত রয়েছে।


সনাতন ও অন্যান্য ধর্মাবলম্বীসহ সকল বাংলাদেশিদের অধিকার রক্ষার আশ্বাস দেওয়ায় ড. ইউনূসের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন এবং দুই দেশের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে যত তাড়াতাড়ি সম্ভব মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে বাংলাদেশে সফরের আমন্ত্রণ জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।


নিউজটি পোস্ট করেছেনঃ Bangladesh Shomachar

কমেন্ট বক্স
notebook

পরিচ্ছন্নতার পাশাপাশি মশা নিয়ন্ত্রণে জোর দিতে হবে: চসিক মেয়র