স্পোর্টস ডেস্ক
লেস ভেগাসে প্যারাগুয়ের বিপক্ষে দুর্দান্ত টিম গেম খেলেছে ব্রাজিল। এতে এবারের আসরে প্রথম জয় পেয়েছে ব্রাজিলের । কোস্টারিকার বিপক্ষে গোলশূন্য ড্র দিয়ে কোপা আমেরিকা শুরু করা সেলেসাওদের উপর চাপ ছিল অনেক। দিনের আগের ম্যাচে কোস্টারিকাকে ৩-০ গোলে হারিয়ে ডি-গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে কলম্বিয়া। ফলে ব্রাজিলিয়ানদের উপর বেড়ে যায় সেই চাপ। তবে দুর্দান্ত দলগত পারফরম্যান্সে প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে কোপার নয়বারের চ্যাম্পিয়নরা। এতে কোয়ার্টারের দৌড়ে বেশ ভালোভাবে টিকে রইল ব্রাজিল।
রিয়াল মাদ্রিদের জার্সিতে যতটা উজ্জ্বল, ব্রাজিলের হয়ে ততটাই রংহীন ভিনিসিয়ুস জুনিয়র। আগের ৩১ ম্যাচে জাতীয় দলের জার্সিতে তার গোল ছিল মাত্র তিনটি। এবারের কোপায় ব্রাজিলের জার্সিতে নিজের আসল রূপ দেখার কথা জানিয়েছিলেন।
প্রথম ম্যাচে কোস্টারিকার বিপক্ষে নষ্ট করেন একাধিক গোলের সুযোগ। এতে তাকে ঘিরে বাড়ে সমালোচনা। তবে প্যারাগুয়ের বিপক্ষে জোড়া গোল করে জানান দিলেন ক্লাব কিংবা জাতীয় দল, সবজায়গাতে দুর্দান্ত তিনি।
সাভিনহো এবং লুকাস প্যাকুয়েতা করেন একটি করে গোল। প্যারাগুয়ের পক্ষে সান্ত্বনাসূচক গোলটি করেন ওমর আলদেত।