সঞ্জীব ভট্টাচার্য্য,জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় দ্বিতীয় শ্রেণির এক মাদ্রাসা ছাত্রকে (৭) বলাৎকারের অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ওই শিক্ষক নবীনগর পশ্চিম ইউনিয়নের ফতেহপুর হিলফুর ফজুল মাত্রাসার শিক্ষক। তার বাড়ি জেলার বিজয়নগর উপজেলার চান্দুরার রসুলপুরে বরে পুলিশ জানায়।
এ ঘটনায় বলাৎকারের শিকার ওই ছাত্রের মা পারভীন বেগম বাদী হয়ে নবীনগর থানায় আজ সকালে মামলা করেছেন। পুলিশ এই মামলায় অভিযুক্ত ওই শিক্ষককে গ্রেপ্তার দেখিয়ে সকালে কোর্টে চালান করেছে।
নবীনগর থানার ওসি আবদুর রাজ্জাক দুপুর ১২ টার দিকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন,'গত তিনদিন আগে ওই মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষক বায়োজিদ (৭) মাদ্রাসায় এলে, ওই অভিযুক্ত শিক্ষক তাকে মাদ্রাসার নির্জন স্থানে নিয়ে বলাৎকার করে। এ ঘটনায় ওই ছাত্রের মা বাদী হয়ে আজ সকালে থানায় মামলা করেছেন। পুলিশ অভিযুক্ত শিক্ষককে সকালে নবীনগর বাজার থেকে গ্রেপ্তার করে।'
এ বিষয়ে ওই অভিযুক্ত শিক্ষকের সাথে বারবার চেষ্টা করেও কথা বলা যায়নি।
এদিকে ন্যাক্কারজনক এ ঘটনা ফেসবুকে ভাইরাল হলে, এ ঘটনা আদৌ কতটা সত্য ও বিশ্বাসযোগ্য, তার পক্ষে বিপক্ষে আলোচনার ঝড় উঠে। তবে ঘটনাটির সুষ্ঠু তদন্ত দাবি করেছেন স্থানীয়রা।