ঢাকা | বঙ্গাব্দ

ভুল তথ্যে সংবাদ প্রকাশ করায় এনবিআর সদস্য কায়কোবাদের প্রতিবাদ

  • আপলোড তারিখঃ 03-02-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 23469 জন
ভুল তথ্যে সংবাদ প্রকাশ করায় এনবিআর সদস্য কায়কোবাদের প্রতিবাদ ছবির ক্যাপশন: .
ad728
>> নিজস্ব প্রতিবেদক

‘এনবিআর সদস্য কায়কোবাদের বিরুদ্ধে দুদকে অভিযোগ’ নামে দেশের প্রথম সারির একটি গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছে। দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ দেওয়া হয়েছে উল্লেখ করে প্রতিবেদন প্রকাশ করা হলেও সেই অভিযোগ সম্পর্কে অজ্ঞাত দুদক।

একই সঙ্গে দুদকে অভিযোগ নয়; একটি উড়োচিঠিকে ঘিরে দুদকের নামে ভুল সংবাদ প্রকাশ করায় তীব্র প্রতিবাদ জানান জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য জিএম আবুল কালাম কায়কোবাদ।

তিনি বলেন, তথ্যের উৎস ও বিশুদ্ধতা যাচাই না করে প্রতিবেদন প্রকাশ করেছে গণমাধ্যমটি। যা অত্যান্ত সম্মানহানীকর। ঘটনায় ২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার শেষের পাতায় ‘প্রকাশিত সংবাদের ব্যাপারে কায়কোবাদের বক্তব্য’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করেছে গণমাধ্যমটির কর্তৃপক্ষ।

এমন সংবাদ প্রকাশে একাধিক পাঠেকের একজন মন্তব্য করেছেন ‘এমন উদ্দেশ্য প্রণোদিত হয়ে যারা নিউজ করিয়েছে তাদের আগে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে এনবিআর এর শাস্তির ব্যবস্থা করা উচিৎ। আর ‘মানবজমিন’ এর কাছ থেকে ভিত্তিহীন নিউজ পাঠক আশা করে না।’

আরেক পাঠক লিখেছেন ‘যারা অভিযোগটি করেছে এখন তাদের উচিত অভিযোগের পক্ষে প্রমাণ হাজির করা। যদি তারা সেটা করতে না পারে, তাদের প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।‌’

প্রকাশিত প্রতিবেদন সম্পর্কে জিএম আবুল কালাম কায়কোবাদ বলেন, বিপুল পরিমাণ সম্পদের মালিক উল্লেখ করা হয়েছে। অথচ আমার পরিবারের ২০ বিঘা জমিও নেই। ভুল তথ্য দিয়ে প্রতিবেদন প্রকাশ করায় সম্মান ক্ষুণ্ন করা হয়েছে।

নিউজটি পোস্ট করেছেনঃ Bangladesh Shomachar

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

জুলাই শহিদ পরিবারকে দেওয়া চাকরি কোটা হিসেবে যুক্ত হবে না -নাহিদ