ঢাকা | বঙ্গাব্দ

বিশ্ব মুসলিমের ঐক্য ও শান্তি কামনায় ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ হলো

  • আপলোড তারিখঃ 02-02-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 30430 জন
বিশ্ব মুসলিমের ঐক্য ও শান্তি কামনায় ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ হলো ছবির ক্যাপশন: .
ad728
>> মো. পলাশ সরকার. গাজীপুর 


বিশ্ব মুসলিমের ঐক্য, উম্মাহর হেদায়াত, হেফাজত, রহমত, মাগফিরাত, নাজাত, ঐক্য, শান্তি এবং দেশ ও মানবতার কল্যাণে মহান আল্লাহর অনুগ্রহ কামনার মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত।

আজ রোববার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৩৫ মিনিটে তুরাগ তীরে এ মোনাজাত হয়। ৯টা ১১ মিনিটে শুরু হওয়া ২৪ মিনিটব্যাপী মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশের মাওলানা জুবায়ের।


এর আগে ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা হেদায়াতি বয়ান করেন। তাঁর বয়ান বাংলায় অনুবাদ করেন মাওলানা জুবায়ের। আজ সকাল থেকে ইজতেমার মুসল্লিদের উদ্দেশে দিক নির্দেশনামূলক বয়ান দেওয়া হয়। পরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তিন পর্বের ইজতেমার প্রথম পর্ব শেষ হলো।

বাংলা, আরবি, হিন্দি, উর্দু ভাষায় আখেরি মোনাজাতে গোটা দুনিয়ায় পথভ্রষ্ট মুসলমানের পাপের ক্ষমা, সঠিক পথের দিশা চেয়ে এবং তাবলিগের কাজে সবাইকে নিয়োজিত হওয়ার তৌফিক কামনা করে মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়।


মোনাজাতের সময় ‘আমিন’, ‘আমিন’, ‘আল্লাহুম্মা আমিন’ ধ্বনি তোলেন দেশ-বিদেশের লাখো মুসল্লি। এ সময় কেঁদে কেঁদে দয়াময় আল্লাহর সন্তুষ্টি লাভের আকুতি জানান ধনী-দরিদ্র, ছোট-বড় নির্বিশেষে সর্বস্তরের মানুষ।

তিন দিনের প্রতীক্ষার অবসান ঘটে রোববার সকালে। জনসমুদ্রে হঠাৎ নেমে আসে পিনপতন নীরবতা। এরপর শুরু হয় মোনাজাত।


মোনাজাতে অংশ নিতে ভোর থেকে ঢাকা-গাজীপুরসহ আশপাশের জেলা থেকে হাজার হাজার মুসল্লি হেঁটে ইজতেমা স্থলে যোগ দেন। মোনাজাত শুরু হওয়ার আগেই ইজতেমা ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে যায়। ময়দানে জায়গা না পেয়ে মুসল্লিরা আশপাশের অলিগলি, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, ফুটওভার ব্রিজ, বাসাবাড়ি, কলকারখানা, মার্কেট ও যানবাহনের ছাদে এবং তুরাগ নদের নৌকায় অবস্থান নেন। আখেরি মোনাজাতের জন্য ইজতেমা ময়দানের আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠান, কলকারখানা ছুটি ঘোষণা করা হয়।

ইজতেমা আয়োজক কমিটির গণমাধ্যম সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান আজকের পত্রিকাকে বলেন, আজ সকাল থেকে ময়দান ও আশপাশে ৬-৭ লাখ মুসল্লি জড়ো হন। আগামীকাল থেকে শুরু হবে শুরায়ে নেজামের তত্ত্বাবধানে ইজতেমার দ্বিতীয় ধাপ।

৫৮তম বিশ্ব ইজতেমা তিন ধাপে অনুষ্ঠিত হচ্ছে। আজ আখেরি মোনাজাত শেষে ৩ ফেব্রুয়ারি (সোমবার) দ্বিতীয় ধাপ শুরু হয়ে ৫ ফেব্রুয়ারি দ্বিতীয় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে শুরায়ে নেজামের দুই পর্বের ইজতেমা।

আট দিন বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার আয়োজন করবেন ভারতের মাওলানা সাদ অনুসারীরা। ১৬ ফেব্রুয়ারি রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ২০২৫ সালের বিশ্ব ইজতেমার এবারের আসর। পরে ১৮ ফেব্রুয়ারি বাদ মাগরিব প্রশাসনের কাছে ময়দান বুঝিয়ে দেওয়া হবে।

নিউজটি পোস্ট করেছেনঃ Bangladesh Shomachar

কমেন্ট বক্স
notebook

জুলাই শহিদ পরিবারকে দেওয়া চাকরি কোটা হিসেবে যুক্ত হবে না -নাহিদ