ঢাকা | বঙ্গাব্দ

বার্সেলোনার মাটিতে রিয়ালের হার

  • আপলোড তারিখঃ 02-02-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 30941 জন
বার্সেলোনার মাটিতে রিয়ালের হার ছবির ক্যাপশন: ছবি : সংগৃহীত
ad728

বাস ডেস্ক >>


চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদের ‘ক্রিপটোনাইট’ই যেন বনে গেছে বার্সেলোনা। দলটার কাছে হেরে সুপার কাপ খুইয়েছে রিয়াল, তার আগে বার্সেলোনার কাছে লিগেও হেরেছে বড় ব্যবধানে। তবে শেষ কিছু দিনে হারের স্বাদটা কেমন তা যেন লা লিগার শীর্ষে থাকা রিয়াল ভুলেই গিয়েছিল। শেষ ৬ ম্যাচে হার ছিল না দলটার। সেই যাত্রাটা শেষ হলো সেই বার্সেলোনার মাটিতেই। 


অন্তিম সময়ের এক গোলে রিয়াল মাদ্রিদ বছরের প্রথম হারের বিস্বাদটা পেল। ১-০ গোলের এই হারটা অবশ্য রিয়াল ঠিক বার্সেলোনার কাছে পায়নি; পেয়েছে বার্সেলোনার মাটিতে, নগর প্রতিদ্বন্দ্বী এস্পানিয়লের কাছে। আর তাতেই লিগের শীর্ষে ৪ পয়েন্টের ব্যবধানে এগিয়ে যাওয়ার সুযোগটা হাতছাড়া করেছে কোচ কার্লো আনচেলত্তির দল।


নিজেদের মাঠ আরসিডিই স্টেডিয়ামে শুরু থেকে দারুণ চাপ সহ্য করে এস্পানিয়ল গোলটা করে ৮৫তম মিনিটে। দারুণ এক প্রতি আক্রমণে উঠে এসে রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়াকে ফাঁকি দেন কার্লোস রোমেরো।


তার আগে রিয়াল মাদ্রিদের মনে হচ্ছিল লিডটা তারা নিয়েই নিয়েছে প্রথমার্ধে। ভিনিসিয়ুস জুনিয়রের দারুণ এক বাঁকানো শট গিয়ে আছড়ে পড়ে জালে। তবে ভিএআরে সে গোল বাতিল হয়, কারণ বিল্ড আপে ফাউল করেছিলেন কিলিয়ান এমবাপে।


নিউজটি পোস্ট করেছেনঃ Bangladesh Shomachar

কমেন্ট বক্স
notebook

জুলাই শহিদ পরিবারকে দেওয়া চাকরি কোটা হিসেবে যুক্ত হবে না -নাহিদ