মোহাম্মদ শহিদুল্লাহ,বিশেষ প্রতিনিধি
কক্সবাজার টেকনাফে হ্নীলা জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্প ২৭ এ পাহাড়ের পাদদেশে ঘর নির্মাণ করে বসবাস রত ঝুঁকিপূর্ণ রোহিঙ্গাদের অন্যত্রে সরিয়ে নেওয়ার জন্য ক্যাম্প ২৭ এর প্রশাসনের উদ্যোগে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।
গত বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে উক্ত উচ্ছেদ অভিযান শুরু হয়। অভিযানের নেতৃত্ব দেন ক্যাম্প -২৭এর সিআইসি ( ক্যাম্প ইনচার্জ) খানজাদা শাহরিয়ার বিন মান্নান। পরে সাংবাদিকদের তিনি বলেছেন , আমরা খবর পেয়েছি নতুন আগত কিছু রোহিঙ্গা জাদিমুড়ার দক্ষিণে পাহাড়ের পাদদেশে বিক্ষিপ্তভাবে ঘর নির্মাণ করে অবস্থান করছে । দীর্ঘদিন যাচাই-বাছাই শেষে মনে হয়েছে তারা ঝুঁকিপূর্ণ অবস্থাতেই বসবাস করছে। আগামী বর্ষা মৌসমের সময় হলেই যে কোন মুহূর্তে পাহাড় ধসে মাটির সাথে পরিবারগুলো মিশে যেতে পারে, তাই আমরা অগ্রিম দুর্ঘটনা এড়াতে তাদের জীবন রক্ষায় প্রাথমিক ভাবে তাদের ঘরগুলো উচ্ছেদ কাজ শুরু করেছি। যাদেরকে পর্যায়ক্রমে বসবাসযোগ্য একটি জায়গায় পুনর্বাসন করা হবে। তাই আমরা সকলের সহযোগিতা কামনা করছি। এ সময় উপস্থিত ছিলেন, হ্নীলা ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ আলী, এনজিও সংস্থা এএইচডি'র কর্মকর্তা রোকন উদ্দিন আহমেদ সহ টেকনাফ মডেল থানা ও ১৬ এপিবিএন পুলিশের ২টি টিম উপস্থিত ছিলেন।
স্থানীয় মেম্বার মোহাম্মদ আলী জানান, যেহেতু টেকনাফ পাহাড়ি অঞ্চল সে কারণে পাহাড়ের পাদদেশে বসবাসরত কিছু রোহিঙ্গাদের জীবনের ঝুঁকি বিবেচনা করে তাদের সাথে আলোচনা সাপেক্ষে অন্যত্রে সরিয়ে দিতে প্রশাসনকে সহযোগিতা করতে এসেছি। ক্যাম্প প্রশাসনের প্রতি অনুরোধ থাকবে, উচ্ছেদকৃত রোহিঙ্গাদের বিকল্প ব্যবস্থা করে দ্রুত বসবাস করার সুযোগ করে দিবেন সেই কামনা করছি।
এ বিষয়ে বসবাস রত রোহিঙ্গা কলিম শাহ জানান, আমরা নতুন এসেছি, তাৎক্ষণিক ভাবে আমরা এখনে ঘর বেদেছি। সরকার আমাদের যেখানে বসবাসের সুযোগ দিবে সেখানে আমরা সানন্দে চলে যাব।