ঢাকা | বঙ্গাব্দ

অমর একুশে বইমেলায় আসছে বাংলার মিস্টার বিনের ‘ফান ফিয়েস্তা’

  • আপলোড তারিখঃ 30-01-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 36902 জন
অমর একুশে বইমেলায় আসছে বাংলার মিস্টার বিনের ‘ফান ফিয়েস্তা’ ছবির ক্যাপশন: .
ad728

>> অনলাইন ডেস্ক


অমর একুশে বইমেলা ২০২৫ উপলক্ষ্যে প্রকাশিত হতে যাচ্ছে বাংলার মিস্টার বিন খ্যাত অভিনেতা ও জাদুশিল্পী রাসেদ শিকদারের দ্বিতীয় বই ‘ফান ফিয়েস্তা’। বইটি প্রকাশ করছে অনুজ প্রকাশন। 'ফান ফিয়েস্তা' লেখক-এর দ্বিতীয় বই। প্রথম আত্মউন্নয়নমূলক বই 'দ্যা পাসওয়ার্ড অব সাকসেস' (সফলতার গুপ্তমন্ত্র) প্রকাশিত হয়েছিল অমর একুশে বইমেলা ২০২৪-এ। 


বই সম্পর্কে রাসেদ বলেন, কথায় আছে, "নেই কাজ তো খৈ ভাজ" ঠিক তেমনই 'ফান ফিয়েস্তা' বইটি লেখা। জীবনের বিভিন্ন সময়ে যখনই হাস্যরসাত্মক কিছু মাথায় এসেছে তখনই সেটি টুকে নিয়ে প্রথম প্রেমের কথা মনে করে মিটিমিটি হাসির মতো হাসি ফোটাতেই আমার এ মহৎ প্রয়াস। বইটির বিষয়গুলো খুব রসালোভাবে উপস্থাপন করা হয়েছে। সব বয়সী পাঠক খুব সহজেই বুঝতে পারবেন এবং আনন্দ পাবেন। আশা করি, বইটি পাঠকের ভালো লাগবে।


রাসেদ শিকদারের দ্বিতীয় বইটি মূলত রম্য ধরনের। প্রচ্ছদ করেছেন সজীব ওয়ার্সী। বইমেলায় বইটির পরিবেশক এশিয়া পাবলিকেশন। পাওয়া যাবে ৫৬১-৫৬৪ নম্বর স্টলে।


নিউজটি পোস্ট করেছেনঃ Bangladesh Shomachar

কমেন্ট বক্স
notebook

জুলাই শহিদ পরিবারকে দেওয়া চাকরি কোটা হিসেবে যুক্ত হবে না -নাহিদ