>> হৃদয় আহ্সান আতিক
“ঊষার দুয়ারে হানি আঘাত আমরা আনিব রাঙা প্রভাত।”
শত প্রতিকূলতা আর মানবসৃষ্ট নানা বাধা উপেক্ষা করে অত্যন্ত শানশওকতে পালিত হলো ‘বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ২০২৫।’
গাজীপুর সদর উপজেলাধীন রাজেন্দ্রপুরে কচি-কাঁচা একাডেমি ও নয়নপুর এন এস আদর্শ বিদ্যালয় এবং ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত তিনদিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সমাপনী পর্ব ২৫ জানুয়ারি ২০২৫ (শনিবার) অনুষ্ঠিত হয়।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সমাপনী দিনের শুভ সূচনা করেন ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটির সভাপতি এবং অনুষ্ঠান সভাপতি জনাব মো. শওকত সিদ্দিকী।
অনুষ্ঠানের শুরুতেই প্রয়াত প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, শিশু সংগঠক, শিক্ষাবিদ ইকবাল সিদ্দিকীর স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৫-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ গোলাম ফারুক এনডিসি, এটিও (অব.) এবং বিশেষ অতিথি হিসেবে আসন অলংকৃত করেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক এবং স্বর্ণপদক জয়ী ক্রীড়াবিদ জনাব শেখ মোহাম্মদ আসলাম।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সুশৃঙ্খলতার প্রশংসা করে বলেন, “তোমরা নিজের দেশ মাতৃকার প্রতি কৃতজ্ঞ থাকবে। দেশের যে-কোনো পরিস্থিতিতে জীবন দেওয়ার জন্য আমাদের সবসময় তৈরি থাকতে হবে। শিক্ষার্থীদের সুযোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে খেলাধুলার কোনো বিকল্প নেই।” তিনি শিক্ষার্থীদেরকে উদ্দেশ্যে আহ্বান জানান অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারে আসক্ত না হয়ে খেলাধুলা ও পড়াশোনায় মনোযোগী হতে।
অনুষ্ঠানে আগত বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক জনাব শেখ মোহাম্মদ আসলাম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “ক্রীড়া মানে শক্তি, ক্রীড়া মানে শান্তি।” ক্রীড়ার মাধ্যমেই তিনি সুন্দর সমাজ গঠন করার আহ্বান জানান। তিনি আরও বলেন, “এই ইকবাল সিদ্দিকী প্রতিষ্ঠান থেকে তাঁর মতো আসলাম বের হবে এবং তাঁর রেকর্ড ভাঙবে এমন ভবিষ্যতের অপেক্ষায় তিনি।”
আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মোট ১০৮টি ইভেন্ট-এ কচি-কাঁচা একাডেমি, নয়নপুর এন এস আদর্শ বিদ্যালয় ও ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজ-এর শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের পরিবেশিত কুচকাওয়াজ, ডিসপ্লে, ফ্রি হ্যান্ড পিটি ও ড্রামবেল ড্রিল উপস্থিত হাজারো দর্শকদের মনোরঞ্জন পূর্বক প্রশংসা কুড়ায়।
ক্রীড়ায় ‘দিগন্ত হাউজ’ এবং কুচকাওয়াজে ‘দুরন্ত হাউজ’ চ্যাম্পিয়ন ট্রফি লাভ করার গৌরব অর্জন করে।
ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং অনুষ্ঠান সভাপতি।
উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৫-এর। অনুষ্ঠানে বিপুল সংখ্যক অভিভাবক, শিক্ষার্থী এবং দর্শনার্থীদের আগমন ঘটে। বহু বছর ধরে চলতে থাকা এই অনুষ্ঠান এখন এলাকার গণমানুষের উৎসবে পরিণত হয়েছে।
সমগ্র অনুষ্ঠানের ধারাবিবরণীতে ছিলেন ইকবাল সিদ্দিকী কলেজ-এর বাংলা প্রভাষক শাহানা আক্তার শিলা ও আতিকুর রহমান। আরও ছিলেন সিনিয়র সহকারী শিক্ষক রওশন আরা রুমী। শিক্ষার্থীদের মধ্যে জেরিন, আদিবা, সমাপ্তি। সুসজ্জিত আয়োজন শৈল্পিক ধারাবিবরণীতে পূর্ণতা পায়। আগামী বছর আরও অনন্য আয়োজনের প্রত্যয় ব্যক্ত হয় আহ্বায়ক ইকবাল রাকিব এবং সদস্য সচিব আশরাফুল আলমের কণ্ঠে।