ক্রীড়া ডেস্ক >>
জিততে হলে কি তবে সিটিকে আগে গোল হজম করতে হবে? চলতি মৌসুমে ২ গোলে এগিয়ে গিয়েও পয়েন্ট খুইয়ে বসাটাকে অভ্যাসে পরিণত করেছে ম্যানচেস্টার সিটি। তবে গতকাল হলো উল্টোটা। নিজেদের মাঠে চেলসির বিপক্ষে আগেভাগেই গোল হজম করে বসেছিল দলটা। তখন আরও একটা হার চোখরাঙানি দিচ্ছিল ম্যানচেস্টার সিটিকে। তবে এরপরই সিটি লিখল প্রত্যাবর্তনের গল্প। চেলসিকে ৩-১ গোলে হারিয়ে দলটা উঠে এল প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষ চারে।
ম্যানচেস্টার সিটিতে চলতি দলবদলেই নাম লিখিয়েছেন আবদুকোদির খুসানভ। প্রথম ম্যাচেই তাকে মাঠে নামিয়ে দিলেন কোচ পেপ গার্দিওলা। তবে তার অভিষেকটা হতে রীতিমতো এক দুঃস্বপ্নে রূপ নিচ্ছিল। শুরুতেই তার এক হাস্যকর ভুলে গোল হজম করে বসে সিটি।
খুসানভের ভুল এখানেই শেষ হয়নি। কয়েক মিনিটের মধ্যেই আরেকটি ভুল করে আরও একটি গোল হজম করানোর পরিস্থিতি তৈরি করেন। সেটি থেকে দলকে রক্ষা করতে গিয়ে হলুদ কার্ড দেখতে হয় তাকে। তবে শেষ পর্যন্ত তার ভুলের খেসারত দিতে হয়নি সিটিকে।
বিরতির আগে ইয়োস্কো গেভারদিওলের গোলে সমতা ফেরায় সিটি। এরপর দ্বিতীয়ার্ধে আর্লিং হালান্ড ও ফিল ফোডেনের দুর্দান্ত গোল চেলসির বিপক্ষে ৩-১ গোলের জয় নিশ্চিত করে প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নরা।
এই জয়ে ২৩ ম্যাচ শেষে ম্যানচেস্টার সিটির পয়েন্ট হলো ৪১, যা তাদের আবারও লিগের চতুর্থ স্থানে নিয়ে এসেছে। চেলসি ২৩ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে নেমে গেছে ছয় নম্বরে। লিভারপুল এখনো শীর্ষে রয়েছে ২২ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে, তাদের পেছনে ২৩ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আর্সেনাল। নটিংহাম ফরেস্ট ২৩ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে।