ঢাকা | বঙ্গাব্দ

ব্রাজিলের জালে আর্জেন্টিনার ৬ গোল

  • আপলোড তারিখঃ 25-01-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 53011 জন
ব্রাজিলের জালে আর্জেন্টিনার ৬ গোল ছবির ক্যাপশন: ছবি : সংগৃহীত
ad728

বাস ডেস্ক >>


একটি ক্লাসিক ম্যাচ, এক অবিশ্বাস্য স্কোরলাইন, আর আর্জেন্টিনার ফুটবলের নতুন প্রজন্মের দুর্দান্ত প্রদর্শনী। দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের মঞ্চে ব্রাজিলকে ৬-০ গোলে বিধ্বস্ত করে আর্জেন্টিনা শুধু একটি ম্যাচ জেতেনি, বরং চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে তাদের ফুটবল দক্ষতার এক দৃষ্টান্ত স্থাপন করেছে। ম্যাচের প্রথম ১১ মিনিটেই ৩ গোল দিয়ে ব্রাজিলের আত্মবিশ্বাস ভেঙে ফেলা ডিয়েগো প্লাসেন্টের দল যেন এক মহাকাব্য রচনা করল।


দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপ ২০২৫-এর ‘বি’ গ্রুপের প্রথম ম্যাচে আর্জেন্টিনা ব্রাজিলকে একেবারে ছিন্নভিন্ন করে দেয়। ম্যাচ শুরুর মাত্র ১১ মিনিটের মধ্যেই আর্জেন্টিনা ৩ গোল করে ব্রাজিলকে চাপে ফেলে দেয়।


ম্যাচের ৬ মিনিটে ভ্যালেন্তিনো আকুনার দারুণ এক ব্যক্তিগত স্কিল থেকে ইয়ান সুবিয়াব্রে গোল করে দলকে এগিয়ে দেন। এরপর ৮ মিনিটে ক্লাউদিও একেভেরি এবং ১১ মিনিটে অগাস্টিন রুবের্তো পরপর দুটি গোল করে আর্জেন্টিনার প্রথমার্ধেই ৩-০ ব্যবধানে এগিয়ে যাওয়া নিশ্চিত করেন।


দ্বিতীয়ার্ধে ব্রাজিল কোনো প্রত্যাঘাতের চেষ্টা করতে ব্যর্থ হয়। বরং আর্জেন্টিনা তাদের আধিপত্য ধরে রেখে ৭ মিনিটে রুবের্তোর দ্বিতীয় গোল এবং ৯ মিনিটে একেভেরির দ্বিতীয় গোলের মাধ্যমে ব্যবধান আরও বাড়িয়ে তোলে। ম্যাচের ৩৩ মিনিটে সান্তিয়াগো হিদালগো স্কোরলাইন ৬-০ করে ফেলে, যা প্রতিপক্ষের বিপক্ষে তাদের দুঃস্বপ্ন হয়ে রইল।


আগামী রোববার (২৬ জানুয়ারি ২০২৫) বাংলাদেশ সময় রাত ৮:৩০টায় আর্জেন্টিনা মুখোমুখি হবে কলম্বিয়ার। কলম্বিয়া তাদের প্রথম ম্যাচে মাঠে নামেনি। একই দিনে গ্রুপের অন্য ম্যাচে ইকুয়েডর ২-১ গোলে বলিভিয়াকে পরাজিত করেছে।


দক্ষিণ আমেরিকান এই চ্যাম্পিয়নশিপ থেকে শীর্ষ ৪টি দল চিলিতে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে। তবে আয়োজক দেশ চিলি বিশ্বকাপের জন্য সরাসরি যোগ্য হওয়ায় তাদের শীর্ষ চারে থাকলে অতিরিক্ত একটি স্থান অন্য দলের জন্য উন্মুক্ত হবে।


এই ম্যাচ কেবল একটি জয় নয়, বরং এটি আর্জেন্টিনার তরুণ প্রজন্মের ফুটবল প্রতিভার এক অসাধারণ প্রদর্শনী এবং চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে তাদের আধিপত্যের ঘোষণা।


নিউজটি পোস্ট করেছেনঃ Bangladesh Shomachar

কমেন্ট বক্স
notebook

জুলাই শহিদ পরিবারকে দেওয়া চাকরি কোটা হিসেবে যুক্ত হবে না -নাহিদ