বাস ডেস্ক >>
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে আজ শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এর মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশটির ক্ষমতার চেয়ারে বসতে যাচ্ছেন তিনি। স্থানীয় সময় সোমবার দুপুর ১২টার দিকে মার্কিন কংগ্রেসের হল ঘরে শুরু হবে শপথের আনুষ্ঠানিকতা। ঠান্ডার কারণে গত চার দশকের মধ্যে এবারই প্রথম প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠান ইনডোরে হতে যাচ্ছে।
গত নভেম্বরে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিসের বিরুদ্ধে ৭৮ বছর বয়সী ডোনাল্ড ট্রাম্পের জয় অনেকের কপালেই চিন্তার ভাঁজ ফেলে। অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের মাটিতে জন্ম নিলেই নাগরিকত্ব পাওয়ার সুযোগ বন্ধ, সীমান্ত প্রাচীর নির্মাণ, প্রতিবেশী দেশ কানাডা ও মেক্সিকোসহ চীনের পণ্য রপ্তানিতে নতুন করে উচ্চ হারে শুল্ক আরোপ ও জলবায়ু নীতি বাতিলের পরিকল্পনা এবং কানাডা, গ্রিনল্যান্ড ও পানামা খাল নিয়ে নির্বাচনী প্রচার বা নির্বাচন-পরবর্তী সময়ে তার বিভিন্ন মন্তব্যই এ উদ্বেগ বা চিন্তার কারণ। এতে অনেক কিন্তু ও প্রশ্ন সামনে আসে।
এ ছাড়া এখন পর্যন্ত প্রশাসনের বিভিন্ন উচ্চ পদের জন্য ট্রাম্প যাদের নাম ঘোষণা করেছেন, তাদের নিয়েও আপত্তি আছে বিরোধীদের। তাদের যুক্তি, ট্রাম্প শীর্ষপদগুলোতে যাদের নিয়োগ দিতে যাচ্ছেন তাদের অনেকেই এসব পদের জন্য উপযুক্ত নন বা এসব দায়িত্ব সামলানোর মতো যথেষ্ট দক্ষতা তাদের নেই।
এরই মধ্যে ট্রাম্পের বিরুদ্ধে ওয়াশিংটন ডিসিতে বিক্ষোভ করেছেন কয়েক হাজার মানুষ, যাদের বেশিরভাগই নারী। ২০১৭ সাল থেকে নিয়মিত হয়ে আসা ‘দ্য পিপলস মার্চ’ নামের এ কর্মসূচিতে অংশ নেওয়া বিক্ষোভকারীরা বলছেন, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে তাদের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ন হতে পারে-এমন আশঙ্কায় তারা পথে নেমেছেন। তাদের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, তারা ‘ট্রাম্পিজম’-এর বিরুদ্ধে আন্দোলন করছেন।
এ পরিস্থিতিতে আজ সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন ধনাঢ্য ব্যবসায়ী থেকে রাজনীতিবিদ বনে যাওয়া ডোনাল্ড ট্রাম্প।
সূত্র: বিবিসি, আলজাজিরা।