ঢাকা | বঙ্গাব্দ

যথাযোগ্য মর্যাদায় জয়পুরহাটে মহান বিজয় দিবস পালিত

  • আপলোড তারিখঃ 16-12-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 106356 জন
যথাযোগ্য মর্যাদায় জয়পুরহাটে মহান বিজয় দিবস পালিত ছবির ক্যাপশন: ......................................
ad728

মোঃ রাব্বু হোসেন, বিশেষ প্রতিনিধি: 

যথাযোগ্য মর্যাদায় জয়পুরহাটে নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হচ্ছে।  সোমবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। এ উপলক্ষে জয়পুরহাট শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে কেন্দ্রীয় স্মৃতিসৌধে প্রথম প্রহরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী, পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব, অতিরিক্ত, জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীর, সদর উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, সাবেক মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার আমজাদ হোসেনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সামাজিক-রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন।

পরে সকাল ৯টায় জয়পুরহাট শহরের সার্কিট হাউস মাঠে দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী। এ সময় বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ফুল দিয়ে ও উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়া হয়।


নিউজটি পোস্ট করেছেনঃ Bangladesh Shomachar

কমেন্ট বক্স
notebook

জুলাই শহিদ পরিবারকে দেওয়া চাকরি কোটা হিসেবে যুক্ত হবে না -নাহিদ