ঢাকা | বঙ্গাব্দ

গ্লোবাল সুপার লিগে নিশ্চিত জেতা ম্যাচ হেরেছে রংপুর রাইডার্স

  • আপলোড তারিখঃ 28-11-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 8724 জন
গ্লোবাল সুপার লিগে নিশ্চিত জেতা ম্যাচ হেরেছে রংপুর রাইডার্স ছবির ক্যাপশন: ছবি : সংগৃহীত
ad728

ক্রীড়া ডেস্ক >>


কীভাবে নিশ্চিত জেতা ম্যাচ হারা যায় গ্লোবাল সুপার লিগে নিজেদের প্রথম ম্যাচে সেটাই দেখাল বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স। শেষ ১৯ বলে যেখানে ১৩ রান করলেই জয় নিশ্চিত; হাতে ৬ উইকেট। সেখানে কিনা জয় তুলতে পারেনি রংপুর। কোনো রকমে স্কোরবোর্ডে সমতা টেনে ম্যাচ নিয়ে গেছে সুপার ওভারে।


সেখানে প্রতিপক্ষ হ্যাম্পশায়ার হকসকে ১৩ রানের টার্গেট দিলেও শেষ পর্যন্ত ১ বল আগে ম্যাচ হারে নুরুল হাসান সোহানের দল। এমন হারকে অত্যন্ত হতাশাজলক বলে অভিহিত করেছেন সোহান। ম্যাচ শেষে টুর্নামেন্টে দারুণ শুরুর সুযোগ হাতছাড়া করার আক্ষেপ ঝড়েছে তার কণ্ঠে।


সুপার ওভার থ্রিলারে রংপুর রাইডার্সের হার :

এদিন গায়ানায় টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৩২ রান সংগ্রহ করে হ্যাম্পশায়ার। জবাবে খেলতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩২ রানের বেশি করতে পারেনি রংপুর রাইডার্স। পরে সুপার ওভারে হারে রংপুর।


নিউজটি পোস্ট করেছেনঃ Bangladesh Shomachar

কমেন্ট বক্স
notebook

পরিচ্ছন্নতার পাশাপাশি মশা নিয়ন্ত্রণে জোর দিতে হবে: চসিক মেয়র