ঢাকা | বঙ্গাব্দ

জুলাই গণ অভ্যূত্থানে শহীদদের স্মরণসভায় জেলা প্রশাসক ফরিদা

  • আপলোড তারিখঃ 28-11-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 5602 জন
জুলাই গণ অভ্যূত্থানে শহীদদের স্মরণসভায় জেলা প্রশাসক ফরিদা ছবির ক্যাপশন: ......................
ad728

মোঃ মাসুদ আলম সাগর ব্যুরো প্রধান চট্টগ্রাম বিভাগঃ 

জুলাই-আগস্ট ২০২৪ সালের ছাত্র-জনতার গণ অভ‍্যুত্থানে চট্টগ্রাম জেলার সকল শহিদের স্মরণে ও মহানগরে আহতদের পরিবারের সদস‍্যদের উপস্থিতিতে স্মরণসভা অনুষ্ঠিত,প্রত্যেক শহীদ পরিবার থেকে অন্তত একজনকে চাকরি প্রদান করার বিষয়ে চিন্তা-ভাবনা করা হচ্ছে। আহতদেরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে চিকিৎসার ব্যবস্থা ও আর্থিক সহায়তা করা হচ্ছে। সঠিক ও নির্ভরযোগ্য তথ্য পাওয়া সাপেক্ষে আহতদের তালিকা প্রণয়ন চলমান থাকবে- জুলাই গণঅভ্যূত্থানে শহীদদের স্মরণসভায় চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম।জুলাই-আগস্ট ২০২৪ সালের ছাত্র-জনতার গণ অভ‍্যুত্থানে চট্টগ্রাম জেলার সকল শহিদের স্মরণে ও মহানগরে আহতদের পরিবারের সদস‍্যদের উপস্থিতিতে স্মরণসভা গত ২৬ নভেম্বর বিকালে চট্টগ্রামের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব ফরিদা খানমের সভাপতিত্বে জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার জনাব মোঃ তোফায়েল ইসলাম বলেন, “এই অভ্যূত্থানে যারা নিহত হয়েছেন, তাদেরকে কোন কিছুর বিনিময়ে সান্ত্বনা দেয়া যাবে না,চাটুকারিতা থেকে বের হয়ে  নিজেদের পেশাদারিত্ব দিয়ে কাজ করতে হবে।”বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার রায়হান উদ্দিন খান বলেন,“যারা অপরাধী তাদেরকে ছাড় দেয়া হবে না,সকল অপরাধীকে আইনের আওতায় আনা হবে।”এতে আরো বক্তব্য প্রদান করেন চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-কমিশনার এস এম মোস্তাইন হোসেন, চট্টগ্রামের সিভিল সার্জন ডাক্তার জাহাঙ্গীর আলম,বৈষম‍্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাসেল আহমেদ ও খান তালাত মাহমুদ রাফি প্রমুখ। স্মরণ সভায় ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের সদস‍্যদের আর্থিক সহায়তা প্রদান করা হয়।


নিউজটি পোস্ট করেছেনঃ Bangladesh Shomachar

কমেন্ট বক্স
notebook

পরিচ্ছন্নতার পাশাপাশি মশা নিয়ন্ত্রণে জোর দিতে হবে: চসিক মেয়র