ঢাকা | বঙ্গাব্দ

সংবাদ প্রকাশের জের ধরে মাহমুদ হাসানকে হত্যার হুমকি

  • আপলোড তারিখঃ 27-11-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 6684 জন
সংবাদ প্রকাশের জের ধরে মাহমুদ হাসানকে হত্যার হুমকি ছবির ক্যাপশন: ......................................
ad728
উত্তরা সংবাদ দাতা :

সংবাদ প্রকাশের জের ধরে  দৈনিক সকালের সময় পত্রিকার সাংবাদিক মাহমুদ হাসানকে অকথ্য ভাষায় গালাগালি ও মেরে ফেলার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে জুবায়ের নামক অপর এক কথিত সাংবাদিকের বিরুদ্ধে। ভুক্তভোগী মাহমুদ হাসান জীবনের নিরাপত্তা চেয়ে এ ঘটনায় গত ২৪/১১/২০২৪ইং তারিখ  জুবায়েরের বিরুদ্ধে  উত্তরা পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরি করেন, যাহার নং ২৪৬০। এ ঘটনায় উত্তরার সাংবাদিক মহল ও রাজনৈতিক মহলে বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে। 

জিডি সুত্রে জানা যায়, কথিত সাংবাদিক জুবায়ের মাহমুদ হাসানের মোবাইলে ফোন করে তাকে অকথ্য ভাষায় গালাগালি করে। মাহমুদ হাসানকে গালাগালি করার অডিও রেকর্ড ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ তোলপাড় সৃষ্টি হয়েছে। এসময় অডিও রেকর্ড থেকে জানা যায়,  মোবাইল ফোনে জুবায়ের পিকনিক থেকে এসে মাহমুদ হাসানকে পিটিয়ে হাত পা ভেঙে মেরে ফেলার  হুমকি দেয়। এছাড়াও তার মাকে গালি দিয়ে কথা বলে। 

বিষয়টি আরো নিশ্চিত করতে মাহমুদ হাসান ও জুবায়েরের  কথপো কথোনের একটি কল রেকর্ড প্রতিবেদকের নিকট দেয়। এতে আরো স্পষ্ট ভাবে গালাগালি ও হুমকির বিষয়টি  উঠে আসে। এ সময় মাহমুদ হাসান আরো বলেন, জুবায়ের তাকে গালাগালি করার পর তার পরিচিত অন্য  আরো একজন ফোন করে তাকে ভয় দেখায়। 

জানা যায়, পেশাগত কাজে দায়িত্বশীল ভুমিকা পালন করায় দৈনিক সকালের সময় পত্রিকার সাংবাদিক মাহমুদ হাসান গত কয়েক দিন আগে " উত্তরা প্রেসক্লাব"র নতুন সদস্য হয়েছে। মাহমুদ হাসানকে মেরে ফেলার হুমকির বিষয়ে যুগান্তর পত্রিকার উত্তরা প্রতিনিধি, উত্তরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, মাহমুদ হাসান ভালো ছেলে, সে কারো সাথে ঝগড়া করার লোক নয়। যে বা যাহারা মোবাইলে তাকে ও তার মাকে গালাগালি ও হুমকি দিয়েছে তদন্তপূর্বক এর বিচার দাবি করছি।  

জানা যায়,গত ২৩ শে নভেম্বর  শনিবার রাতে রাজধানী উত্তরার ভুতের আড্ডা চাইনিজ রেস্টুরেন্টে "উত্তরা প্রেসক্লাব" এর ১৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। ঐ কমিটির সংবাদ  দৈনিক সকালের সময় পত্রিকায় প্রকাশ করায় ঐ পত্রিকার স্টাফ রিপোর্টার মাহমুদ হাসানকে মেরে ফেলার হুমকি দিয়েছে কথিত সাংবাদিক জুবায়ের । জিডির তদন্ত ও আইনি ব্যবস্থা  বিষয়ে এস আই ফজলুল করিম বলেন,তদন্ত করে আইনি ব্যবস্থা নিতে জিডি প্রসিকিউসনের জন্য দুই একদিনের মধ্যে আদালতে পাঠাবেন। তদন্ত করে অপরাধীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিবেন।

নিউজটি পোস্ট করেছেনঃ Bangladesh Shomachar

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

পরিচ্ছন্নতার পাশাপাশি মশা নিয়ন্ত্রণে জোর দিতে হবে: চসিক মেয়র