ঢাকা | বঙ্গাব্দ

ব্রাজিলে বাস খাদে পড়ে নিহত ২৩

  • আপলোড তারিখঃ 25-11-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 12343 জন
ব্রাজিলে বাস খাদে পড়ে নিহত ২৩ ছবির ক্যাপশন: ছবি : সংগৃহীত
ad728

বাস ডেস্ক >>


ব্রাজিলে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ২৩ জন নিহত হয়েছেন। রোববার আলাগোয়াস রাজ্যের ইউনিয়াও দোস পালমারেস শহরের কাছে দুর্গম একটি পার্বত্য সড়কে এ দুর্ঘটনা ঘটে। খবর এএফপির।


এক বিবৃতিতে রাজ্য সরকার জানিয়েছে, পার্বত্য সড়ক থেকে ওই বাসটি খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই ২২ জন নিহত হন বলে জানিয়েছেন উদ্ধারকারীরা। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মারা যান অন্তঃসত্ত্বা এক নারী।


ওই বাসে ৪০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় বাসে থাকা আরও অনেকে আহত হয়েছেন বলে ব্রাজিলের বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়েছে। হতাহতের ঘটনার পর ৩ দিনের শোক ঘোষণা করেছেন আলাগোয়াস রাজ্যের গভর্নর পাউলো দান্তাস।


নিউজটি পোস্ট করেছেনঃ Bangladesh Shomachar

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

পরিচ্ছন্নতার পাশাপাশি মশা নিয়ন্ত্রণে জোর দিতে হবে: চসিক মেয়র