কোনাবাড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা করলেন মেয়র ও প্রশাসন
স্টাফ রিপোর্টারঃএম হাসান
গাজীপুর মহানগের কোনাবাড়ি এলাকায় গত ২২ ফেব্রুয়ারি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের আার্থিক সহায়তা দিয়েছেন সিটি কর্পোরেশন মেয়র আলহাজ্ব এড.জাহাঙ্গীর আলম ও জেলা প্রশাসন।ক্ষতিগ্রস্ত বাড়িওয়ালা মোঃশফিকুল ইসলাম বাংলাদেশ সমাচার প্রতিনিধিকে জানান ভয়াবহ অগ্নিকাণ্ডের পর মাননীয় মেয়র ও জেলা প্রশাসনের সহায়তায় আমারা নতুন করে বাড়ি নির্মাণ করছি।এছাড়া অগ্নিকাণ্ডের পর ক্ষতিগ্রস্ত পরিবারকে থাকা খাওয়ার দায়িত্ব ভার বহন করেন মাননীয় মেয়র। এছাড়া ভাড়াটিয়াদের আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এবিষয়ে ১২নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব আব্বাস উদ্দিন খোকন বলেন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়িওয়ালাদের মাননীয় মেয়র মহোদয়ের পক্ষ হইতে ১০ ভান টিন ও প্রতিটি ভারাটিয়াদের নগদ ১৫ হাজার টাকা দেয়া হয়েছে। এছাড়া জেলা প্রশাসন থেকেও প্রত্যেক পরিবারকে নগদ ৫ হাজার টাকা দেয়ার কথা রয়েছে।