বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে অচেনা যুবকের লাশ উদ্ধার
রিপোর্টার রমজান আলী রুবেল
গাজীপুরের শ্রীপুর উপজেলার ইন্দ্রপুর গ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের সীমানা প্রাচীরের ভেতর থেকে এক অচেনা যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এসময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, সিআইডি, পিবিআই ও থানা পুলিশ। মরদেহটি রক্তাক্ত থাকায় পুলিশ ধারণা করছে পরিকল্পিত হত্যা।
পার্কের চার নম্বর গেইট সংলগ্ন থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৩০ মার্চ) দুপুর দেড়টা পর্যন্ত লাশের কোনও পরিচয় পাওয়া যায়নি। পড়নে ছিল সাদা শার্ট ও কালো প্যান্ট। মরদেহের লিঙ্গ থেকে বীর্যের আলামত সংগ্রহ করে সিআইডি। নিহতের বয়স আনুমানিক ৩৩ বছর।
শ্রীপুর থানার এসআই আমজাদ শেখ জানান, সকাল ৯টায় সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে দুপুর দেড়টার দিকে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। লাশের অবস্থা দেখে বোঝা যাচ্ছে হত্যা করা হয়েছে।