সাংবাদিক হত্যাকারীদের বিচারের দাবিতে পিরোজপুরে প্রতিবাদ সমাবেশ
মোঃ মহিব্বুল্লাহ হাওলাদার (ভান্ডারিয়া) পিরোজপুর, প্রতিনিধি।
নোয়াখালীর কোম্পানীগঞ্জে রাজনৈতিক প্রতিহিংসার শিকার সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির এর হত্যাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পিরোজপুরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে টাউন ক্লাব সড়কে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি পিরোজপুর জেলা শাখার আয়োজনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন এর বরিশাল বিভাগীয় সভাপতি মো: নুরুল্লাহ আল আমিন খান, পিরোজপুর প্রেসক্লাবের কোষাধক্ষ্য হাসিবুল ইসলাম হাসান, আমার সংবাদের পিরোজপুর জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম চৌধুরী, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন এর পিরোজপুর জেলা সভাপতি মো: ফরিদ হোসেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এনামুল কবির সোহেল, আমাদের কন্ঠ’র স্টাফ রিপোর্টার যোবায়ের আল মামুন, গণমাধ্যম ও মানবাধিকারকর্মী হুমায়ুন কবির তালুকদার, গণকন্ঠ’র স্টাফ রিপোর্টার ও ফাউন্ডেশনের বিভাগীয় যুুুগ্ম সাধারণ সম্পাদক নাছরুল্লাহ আল কাফী প্রমুখ।
এসময় বক্তারা কোম্পানীগঞ্জে রাজনৈতিক প্রতিহিংসার শিকার সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির এর হত্যাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এসময় উপস্থিত ছিলেন, দৈনিক আজকের দর্পন’র প্রতিনিধি মো. মনিরুল ইসলাম, দৈনিক বাংলাদেশ সমাচার’র জেলা প্রতিনিধি মো. মহিবুল্লাহ হাওলাদর, দৈনিক নাগরিক ভাবনা’র জেলা প্রতিনিধি মো. শহিদুল ইসলাম ও সংবাদকর্মী মিঠুন কুমার রাজ প্রমূখ।