রাজশাহীতে ট্রাক বাস মুখোমুখি সংঘর্ষ একজন নিহত আটজন আহত
মুহাম্মদ রফিকুল, রাজশাহী :
রাজশাহীর সিটি হাট সংলগ্ন বাইপাস সড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক নিহত ও আটজন আহত হয়েছে।আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত ট্রাক চালক জামানুর রহমান সবুর চাপাইনবয়াবগঞ্জের শিবগঞ্জের বাসিন্দা।
শাহমখদুম থানার ওসি সাইফুল ইসলাম খান জানান, মঙ্গলবার বেলা ১১টার দিকে সিটি হাট সংলগ্ন সড়কে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষে গুরুতর আহত সবুরকে উদ্ধার করে রামেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত আও ৮ জন হাসপাতালে চিকিৎসাধীন আছে।