সোনারগাঁয়ে মোটরসাইকেল কিনে না দেয়ায় যুবকের আত্নহত্যা।
সোনারগাঁয়ে মোটরসাইকেল কিনে না দেয়ায় যুবকের আত্নহত্যা।
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের নাগেরগাঁও এলাকায় মোটরসাইকেল কিনে না দেয়ায় রায়হান নামে এক যুবক অভিমানে আত্মহত্যা করেছে।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত-রাতে কোন এক সময় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন তার স্বজনরা। রায়হানের বাবা একজন সামান্য রাজ মিস্ত্রির সহকারী। এছাড়াও বড় ভাই রুবেল গ্রামের একজন টং দোকানী।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, গত কয়েকদিন যাবত রায়হান তার বাবার কাছে মোটর সাইকেল কিনে দেয়ার আবদার করে আসছিলো। আর্থিক অসচ্ছলতা থাকার কারনে তা পরিবারের পক্ষে সম্ভব হয়নি বলে গতকাল সন্ধ্যায় এ নিয়ে তার মায়ের সাথে কথা কাটাকাটি হয়।
বৃহস্পতিবার সকাল আট টায় নিহতের জানাজা শেষে নাগেরগাঁও সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে।