ঢাকা | বঙ্গাব্দ

কেইনের রেকর্ড, এমবাপ্পের হ্যাটট্রিকেও খুশি নন এনরিকে

লিগ বদলেছে, দল বদলেছে, কিন্তু বদলাননি হ্যারি কেইন। বদলায়নি তাঁর গোল করার ধারাও। বুন্দেসলিগায় হেইডেনহেইমের বিপক্ষে এবার জোড়া গোল করলেন কেইন। তাঁর জোড়া গোলে বায়ার্ন জিতেছে ৪-২ ব্যবধানে। এই জয়ে বুন্দেসলিগার পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে বায়ার্ন এবং এর মধ্য দিয়ে কেইন ভাঙলেন বুন্দেসলিগার গোলের একটি রেকর্ডও।
  • আপলোড তারিখঃ 09-11-2023 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 46141 জন
কেইনের রেকর্ড, এমবাপ্পের হ্যাটট্রিকেও খুশি নন এনরিকে ছবির ক্যাপশন: nbbvvn
ad728

লিগ বদলেছে, দল বদলেছে, কিন্তু বদলাননি হ্যারি কেইন। বদলায়নি তাঁর গোল করার ধারাও। বুন্দেসলিগায় হেইডেনহেইমের বিপক্ষে এবার জোড়া গোল করলেন কেইন। তাঁর জোড়া গোলে বায়ার্ন জিতেছে ৪-২ ব্যবধানে। এই জ


নিউজটি পোস্ট করেছেনঃ admin

কমেন্ট বক্স
notebook

অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচনের দিকে যাবে, আশা ফখরুলের