মো. মাসুদ আলম সাগর, ব্যুরো প্রধান, চট্টগ্রাম >>
চট্টগ্রাম: চট্টগ্রাম জেলার পুলিশ সুপার হিসেবে যোগ দিয়েছেন রায়হান উদ্দিন খান।গত রোববার (১ সেপ্টেম্বর) পুলিশ সুপারের কার্যালয়ের দায়িত্বগ্রহণ করেন তিনি।চট্টগ্রাম জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা নবনিযুক্ত পুলিশ সুপারকে ফুল দিয়ে বরণ করে নেন। পরে নগরের পাঁচলাইশ থানার চট্টগ্রাম পুলিশ সুপার কার্যালয়ে পুলিশের একটি চৌকস দল সশস্ত্র সালাম প্রদান করেন।এ সময় সুপারের কার্যালয়ের কর্মরত অফিসার ফোর্সদের সবাইকে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করেন চট্টগ্রাম জেলা নবাগত পুলিশ সুপার রায়হান উদ্দিন খান। তিনি পুলিশ সুপারের কার্যালয়ের বিভিন্ন সেকশন পরিদর্শন করেন।সময় চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম ওয়াসিম ফিরোজ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু তৈয়ব মো. আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) সুদীপ্ত সরকার ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।