ঢাকা | বঙ্গাব্দ

ব্যাচ ১৪-১৬ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ'র উদ্যোগে বন্যার্তদের মাঝে উপহার-সামগ্রী বিতরণ

  • আপলোড তারিখঃ 03-09-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 15855 জন
ব্যাচ ১৪-১৬ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ'র উদ্যোগে বন্যার্তদের মাঝে উপহার-সামগ্রী বিতরণ ছবির ক্যাপশন: উপহার-সামগ্রী বিতরণের কিছু খন্ড চিত্র।
ad728

মো. ছাব্বির হোসাইন >>


ব্যাচ ১৪-১৬ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ'র উদ্যোগে বন্যার্তদের মাঝে উপহার-সামগ্রী বিতরণ করা হয়। 


প্রথম ধাপে গত ২৩ আগস্ট, ফেনীতে বন্যার্তদের মাঝে তারা উপহারসামগ্রী বিতরণ করেন এবং দ্বিতীয় ধাপে গত ৩১ আগস্ট লক্ষীপুরের হাজিপাড়ায় কয়েকটি গ্রাম ও আশ্রয়কেন্দ্রে তারা উপহারসামগ্রী বিতরণ করেন। আর তারা এই উপহারসামগ্রির ফান্ড কালেকশন করেন তাদের ভেরিফাইড ফেসবুক পেজ ও ব্যক্তি উদ্যোগে। উপহারসামগ্রির মধ্যে ছিল পানি, মুড়ি, চিনি, চিড়া, ওর স্যালাইন, নাপা ট্যাবলেট, বিস্কুট (টোস্ট), সেনোরা (মেয়েদের), মোমবাতি, ম্যাচসহ পাঞ্জাবি, টি-শার্ট ও ট্রাউজার ইত্যাদি। এছাড়া তারা প্রথম ধাপে স্পিডবোর্ট নিয়ে উদ্ধারকাজেও সহযোগিতা করেন।


উল্লেখ্য, "ঐক্যবদ্ধ ১৪/১৬, ভালোবেসে এগিয়ে চলো" এই স্লোগানকে সামনে রেখে শিক্ষার পাশাপাশি মানবসেবায়ও নিয়োজিত রয়েছে এসএসসি-২০১৪ ও এইচএসসি-২০১৬ ব্যাচের শিক্ষার্থীরা। বন্ধুত্বের বন্ধনকে শক্তিশালী করে বন্ধুদের বিপদে পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে যাত্রা শুরু এই সংগঠনের। এরই ধারাবাহিকতায় এ সংগঠনের শিক্ষার্থীরা নিজেদের উদ্যোগে অসহায় পথশিশুদের খাবার বিতরণ, অসহায় বন্ধুদের পাশে দাঁড়িয়ে তাদের সহযোগিতা করা, বৃক্ষরোপণ কর্মসূচিসহ মানবতার কল্যাণে রক্তদানসহ এমন অনেক কর্মসূচি পালন করে আসছে, যাতে করে অসহায় মানুষের মুখে একটু হাসি ফুটানো ও বন্ধুদের বিপদে তাঁদের একটু পাশে দাঁড়ানো যায়। এখানে হাজার হাজার শিক্ষার্থীদের সমন্বয়ে এসব মহতী উদ্যোগ নেওয়া হচ্ছে। এবং ভবিষ্যতেও অসহায় ও বন্ধুদের বিপদে পাশে থাকবে বলে জানিয়েছেন এ সংগঠনের দায়িত্বশীলরা।


নিউজটি পোস্ট করেছেনঃ Bangladesh Shomachar

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচনের দিকে যাবে, আশা ফখরুলের