অনলাইন ডেস্ক >>
ভোর থেকে শুরু হওয়া বৃষ্টিতে একদিকে প্রকৃতি ও নগরবাসী যেমন স্বস্তির নিঃশ্বাস ফেলেছে, অন্যদিকে নগরীর বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, যা জনজীবনে বাড়িয়েছে ভোগান্তি। মুষলধারে বৃষ্টিতে রাজধানীর প্রধান সড়কগুলোতে জমেছে পানি। ফলে গাড়ির ধীরগতির কারণে তৈরি হচ্ছে যানজট। এমন অবস্থায় দ্রুত গন্তব্যে পৌঁছাতে মেট্রোরেলেই ভরসা রাখছেন রাজধানীর মানুষ। মেট্রোরেলে দেখা গেছে যাত্রীদেরে উপচেপড়া ভিড়।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকালে মেট্রোরেলের উত্তরা উত্তর, উত্তরা দক্ষিণ, উত্তরা সেন্টার, পল্লবী, আগারগাঁও, কারওয়ান বাজার, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ সচিবালয় স্টেশন এমন চিত্রই দেখা গেছে। প্রতিটি স্টেশনের টিভিএম মেশিনের সামনে টিকিটের জন্য দেখা গেছে যাত্রীদের লাইন। তাছাড়া মেট্রোরেলের ভেতরেও ছিল যাত্রীদের চাপ।