মো. মোহাব্বত আলী খান, বটিয়াঘাটা, খুলনা >>
খুলনার বটিয়াঘাটার ১ নং জলমা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বিএনপি'র কমিটির ৪৬ নং সদস্য বাদশা সানা ও তার ভাই রুহুল সানা ক্রীড়া সম্পাদ তারা বলেন আমরা দুই ভাই কমিটিতে বহু বছর ধরে বিএনপি'র রাজনীতির সাথে থেকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ছিলাম। বিগত শেখ হাসিনা সরকারের আমলে বহু হামলা মামলার নির্যাতনের শিকার হয়েছি সম্প্রতি ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার গঠন হলে।
খুলনা জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি আমাকে ০১৯১৩৯২২৪৮১ নং মোবাইল নাম্বার দিয়ে ১০-৮ -২০২৪ তারিখে ফোন করে বলেন। আমাকে ১০ লক্ষ টাকা দিবি তা না হলে আমার একটা জমি জায়গা আছে জায়গাটি ছেড়ে দিতে বলে। আমি তা করতে অস্বীকৃতি জানায় সে আমার প্রতি ক্ষিপ্ত হয়ে বলে তোকে আমি দেখতেছি গত ২৯-৮-২০ তারিখ ফুলতলা থানায় মনিরুল হাসান বাপ্পি, বাদী হয়ে শেখ হাসিনাকে প্রধান আসামি করে,৮৬জনের নাম সহ অন্তত পশ্চিম মামলা আরো ৪০০ জনকে আসামি করে একটি মামলা করে।যে মামলাতে আমি বাদশা সানা ও আমার ভাই রুহুল সানাকে ৭০ও৭১ নং আসামি করা হয় বিষয়টি নিয়ে আমি বিএনপি'র ঊর্ধ্বতন নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণের জন্য অনুলিপি প্রদান করি।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বরাবর, বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কোবির রিজভী, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম, কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারি হেলাল, ছাত্র বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় কমিটি রকিবুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক খুলনা বিভাগ বাবু জয়ন্ত কুমার কুন্ডু, সহ সকলের কাছে বিষয়টি নিয়ে সুস্থ তদন্ত করে এর বিহত ব্যবস্থা করতে অনুরোধ জানাই।