অনলাইন ডেস্ক >>
সিঙ্গাপুর পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (২ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল ৫ টায় তিনি সিঙ্গাপুরে অবতরণ করেন।
সিঙ্গাপুর বিএনপির সভাপতি শামসুর রহমান পিলিপ ও সাধারণ সম্পাদক জনাব কামরুল হোসেন মহাসচিবকে সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্ট হতে রিসিভ করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন সিঙ্গাপুর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আশরাফ খান রবিন, সহ-সভাপতি লোকমান হোসেন, মোহাম্মদ খান যুগ্ম সম্পাদক মো. আজাদ হোসেন, মো. ইকবাল হোসেন, মো. ইসলাম, অর্থ সম্পাদক মাসুদ আহমেদ, প্রচার সম্পাদক মো. সুমন, যুব বিষয়ক সম্পাদক জিল্লুর রহমান, স্বেচ্ছাসেবক দলে কেন্দ্রীয় সংসদের সদস্য মো. আব্দুর রহিমসহ সিঙ্গাপুর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।
চিকিৎসার জন্য আগামী ৬ই সেপ্টেম্বর পর্যন্ত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিঙ্গাপুরে অবস্থান করার কথা রয়েছে।