ঢাকা | বঙ্গাব্দ

গরুর গোশত খাওয়ায় ভারতে মুসলিম যুবককে পিটিয়ে হত্যা

আরও একজনকে পিটিয়ে আহত
  • আপলোড তারিখঃ 01-09-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 93207 জন
গরুর গোশত খাওয়ায় ভারতে মুসলিম যুবককে পিটিয়ে হত্যা ছবির ক্যাপশন: ছবি : সংগৃহীত
ad728

অনলাইন ডেস্ক >>


ভারতের হরিয়ানা রাজ্যে গরুর গোশত খাওয়ার অভিযোগে এক মুসলিম যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে ৫জনকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। এ ছাড়া আরও দুজনকে হেফাজতে নিয়েছে তারা।


গ্রেপ্তার পাঁচজন হলেন অভিষেক, মোহিত, রভিন্দর, কলমজিৎ ও সাহিল। হরিয়ানার চরখি দদরি থেকে তাদের গ্রেপ্তার ও আরও দুজনকে হেফাজতে নেয় পুলিশ।


এর আগে গত ২৭ আগস্ট সাবির মালিক নামের এক শ্রমিককে গরুর গোশত খাওয়ার অভিযোগে পিটিয়ে মারা হয়। সাবির বিহার থেকে হরিয়ানায় পরিত্যক্ত জিনিসপত্র সংগ্রহের কাজ করতেন।


২৭ আগস্ট তাকে ও আরেকজন শ্রমিককে গরুর গোশত খাওয়ার অভিযোগে পেটানো হয়। এর মধ্যে সাবির মারা গেছে ও অন্যজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাদের পেটানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

হরিয়ানার পুলিশ কর্মকর্তা ভারত ভূষণ বলেন, পুলিশ ঘটনার তদন্ত করছে এবং দোষীদের বিরুদ্ধেম ব্যবস্থা নিচ্ছে।


সূত্র : ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি


নিউজটি পোস্ট করেছেনঃ Bangladesh Shomachar

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

পরিচ্ছন্নতার পাশাপাশি মশা নিয়ন্ত্রণে জোর দিতে হবে: চসিক মেয়র