আবদুল মতিন চৌধুরী রিপন >>
চট্টগ্রাম
মহানগরের বিভিন্ন থানা থেকে লুট হওয়া ৩৫টি অস্ত্র এবং ২৭৫ রাউন্ড গুলি
উদ্ধার করেছে র্যাব-৭ এর সদস্যরা। বুধবার সকালে অস্ত্র ও গুলি উদ্ধার করার
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. শরীফ উল
আলম।
তিনি বলেন, মঙ্গলবার (১৩ আগস্ট) পর্যন্ত
স্থানীয় জনগণ, গোয়েন্দা নজরদারি ও অন্য উৎস থেকে এসব আগ্নেয়াস্ত্র ও গুলি
উদ্ধার করা হয়। উদ্ধার করা অস্ত্রগুলোর মধ্যে ২১টি সচল রয়েছে এবং বাকি ১৪টি
ক্ষতিগ্রস্ত।
৫ আগস্ট ছাত্র-জনতার বিজয় উল্লাসের
আগে দুর্বৃত্তরা চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের বিভিন্ন থানায় ভাংচুর,
অগ্নিসংযোগ এবং লুটপাট চালায়। লুটপাট হওয়া অস্ত্র ও গোলাবারুদ চট্টগ্রাম
নগরের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়ায়। একই সঙ্গে সচেতন নাগরিকদের লুট
হওয়া অস্ত্র ও গোলাবারুদের ব্যাপারে তথ্য দিয়ে সহায়তা করার জন্য আহ্বান
জানানো হয়। এরই মধ্যে অন্তর্র্বতীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা
ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন ১৫ আগস্ট এর মধ্যে লুট হওয়া
অস্ত্র জমা দেওয়ার নির্দেশ দেন। অন্যথায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা
নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।