মো. কবির হোসেন,পাথরঘাটা
বরগুনার পাথরঘাটায় পরিত্যক্ত অবস্থায় হরিণের মাথাসহ চামড়া,পা,শিংউদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পাথরঘাটা স্টেশন।
মঙ্গলবার
(২৫)রাত ১ টার দিকে বিশখালী নদী সংলগ্ন লালদিয়া চর এলাকায় থেকে
কোস্টগার্ড স্টেশন পাথরঘাটার কন্টিনজেন্ট কমান্ডার মতিউর রহমান এর নেতৃত্ব
এক অভিযানে এগুলো উদ্ধার করা হয়।
তবে পাথরঘাটা উপজেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অনুমতি নিয়ে বুধবার দুপুর ১২টায় ওগুলো মাটিচাপা দেওয়া হয়।
কোস্ট
গার্ডের পাথরঘাটা আফিসের কন্টিনজেন্ট কমান্ডার মতিউর রহমান জানান, গত ২৫
জুন দিবাগত রাত ১ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাথরঘাটা
উপজেলার হরিণঘাটা বনাঞ্চলের লাল দিয়ে চর এলাকায় পরিত্যাক্ত অবস্থায়
দুইটি হরিণের মাথা, ৯ টি চামড়া, ১১ টি পা, চারটি লেজ এবং চারটি শিং উদ্ধার
করা হয়। এসময় কোন হরিণ শিকারিকে পাওয়া যায়নি। হরিণ শিকারীরা
কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
কোস্টগার্ড আইআনুক ব্যবস্থা গ্রহণের জন্য বুধবার বন বিভাগের কাছে এগুলো হস্তান্তর করে।
বন
বিভাগের পাথরঘাটা রেঞ্জ কর্মকর্তার অফিস সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে
পাথরঘাটা উপজেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অনুমতি নিয়ে সেগুলোকে
মাটি চাপা দেওয়া হয়।