মো. বেল্লাল হাওলাদার, স্টাফ রিপোর্টার
বঙ্গবন্ধু
শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) বিশ্ব ব্রেইন টিউমার
দিবস পালিত হয়েছে। রবিবার ৯ জুন ২০২৪ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল
বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে বাংলাদেশ সোসাইটি অফ নিউরোসার্জন্স এর
উদ্যোগে বিশ্ব ব্রেইন টিউমার দিবস ২০২৪ উপলক্ষে আয়োজিত “ব্রেইন টিউমার
সার্জারি ও বাংলাদেশ প্রেক্ষাপট” শীর্ষক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত
হয়েছে। উক্ত সেমিনারে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের
সার্জারি অনুষদের ডিন ও বাংলাদেশ সোসাইটি অফ নিউরোসার্জন্স এর সভাপতি,
প্রখ্যাত নিউরোসার্জনস অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন এর সভাপতিত্বে প্রধান
অতিথি হিসেবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের
মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. দীন মোঃ নূরুল হক।
প্রধান
অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ডা. দীন মোঃ নূরুল হক বলেন,
‘বাংলাদেশের নিউরোসার্জনরা বিশ্বমানের। নিউরো সার্জনরা মানুষের জীবন
বাঁচায়। তারা বাংলাদেশে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে মানুষকে সেবা
দিতে সক্ষম। তিনি বলেন, ‘আন্তরিকতা দিয়ে কাজ করতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিব
মেডিক্যাল বিশ্ববিদ্যালয় থেকে সব শ্রেণির মানুষ সেবা নেন।
সভাপতির
বক্তব্যে অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার
ঐকান্তিক প্রচেষ্টায় ১৯৯৭ সালে বর্তমান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল
বিশ্ববিদ্যালয় ও ঢাকা মেডিক্যাল কলেজে নিউরো সার্জারিতে এম এস কোর্স চালু
করা হয়। এখন পর্যায়ক্রমে দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে নিউরোসার্জারি
চালু আছে। বাংলাদেশে বছরে প্রায় ২০ হাজার মানুষ ব্রেইন টিউমারে আক্রান্ত
হয়। বাংলাদেশে প্রতি বছর তিন হাজার ব্রেইন টিউমার সার্জারি হচ্ছে।
নিউরোসার্জিক্যাল সেন্টারগুলোকে আধুনিক যন্ত্রপাতি সুসজ্জিত করলে এবং দেশের
সব জেলা হাসপাতালে নিউরোসার্জারি চালু করলে দেশের প্রান্তিক জনগোষ্ঠী
ব্রেইন টিউমার, হেড ইনজুরি প্রভৃতি বিষয়ে চিকিৎসার সুযোগ পাবে। সময়মতো
ব্রেন টিউমার অপারেশন করলে ব্রেন টিউমার ভালো হয় এবং মৃত্যুঝুঁকি ও
পঙ্গুত্ব কমে যায়।’
সেমিনারে
আরো উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল
হান্নান, সাসাইটি অফ নিউরোসার্জন্স এর সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মোঃ
শফিকুল ইসলাম, অত্র বিশ্ববিদ্যালয়ের নিউরোসার্জারি বিভাগের অধ্যাপক ডা.
হারাধন দেবনাথ, সহযোগী অধ্যাপক ডা. কেএম তারিকুল ইসলাম প্রমুখসহ দেশের
বিশিষ্ট নিউরোসার্জনবৃন্দ উপস্থিত ছিলেন।